বাবা-মায়ের সঙ্গে হজে অংশ নিতে পারবে না শিশুরা

বিদেশে এখন
0

সুরক্ষা ইস্যুতে এ বছর বাবা-মায়ের সঙ্গে হজে অংশ নিতে পারবে না শিশুরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে গালফ নিউজ।

প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তাদের নিরাপদে রাখতেই রিয়াদের এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সরকার।

সৌদির হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে ২০২৫ সালের হজের নিবন্ধন।

যারা এর আগে কখনও হজে অংশগ্রহণ করেননি এবছর তাদের অগ্রাধিকার দেয়া হবে।

এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়াসহ ১৪টি দেশের ট্যুরিজম, বিজনেস ও ফ্যামিলি ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ইএ