বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দু'দিনের বৈঠকে সোমবার (২৭ জানুয়ারি) আসে এ সিদ্ধান্ত। বিদ্যমান চুক্তির আওতায় কৈলাশ-মানস সরোবর তীর্থযাত্র আয়োজনের কর্মকৌশল নিয়ে আলোচনা করে দুই পক্ষ।
এর আগে গেল অক্টোবরে কাজাখস্তানে সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দুই চিরবৈরি দেশ দু'টির সম্পর্কোন্নয়নে সম্মত হন।
তারই অংশ হিসেবে কৈলাশ-মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালের শুরুতে করোনাভাইরাস মহামারি ও লকডাউনের জেরে এই তীর্থযাত্রা ও দুই দেশের ফ্লাইট স্থগিত হয়।
সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মহামারির পরও যোগাযোগ আর স্বাভাবিক হয়নি এতোদিন।