এদিকে যুদ্ধবিরতির মধ্যে শনিবার গাজায় গুলি চালিয়ে অন্তত এক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। অধিকৃত পশ্চিমতীরেও বাড়িয়েছে দখল অভিযান। ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে ৯শ' কেজি ওজনের বোমা সরবরাহের উপর বাইডেন প্রশাসনের আরোপিত স্থগিতাদেশ তুলে নিয়েছেন।
১৯ জানুয়ারি শুরু হওয়া হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় ধাপের বন্দিবিনিময় সম্পন্ন হলো ২৫ জানুয়ারি। হামাস গাজায় বন্দি চার ইসরিইলি নারী সেনাকে মুক্তি দেয়ার তিন ঘণ্টা পর ইসরাইল ২শ' কারাবন্দিকে ছেড়ে দেয়ায় ৭দিনের মাথায় আবারও আনন্দ-উচ্ছ্বাসে বিজয় উদযাপন মঞ্চে রূপ নিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড। যুদ্ধবিরতি চুক্তির অওতায় মুক্তি পাওয়ায় গাজাবাসীকে ধন্যবাদ জানিয়েছে অধিকৃত পশ্চিমতীরের মানুষ।
পশ্চিমতীরের একজন বলেন, 'এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি সবসময় বলবো, পৃথিবীর শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত গাজার মতো মূল্যবান, মর্যাদাপূর্ণ, সাহসী জায়গা আর হবে না।'
আরেকজন বলেন, 'আজকের দিন বর্ণনা করার মতো না। আমি প্রথমে বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে মুক্তি পেয়েছে। আমার প্রিয় সন্তান বুকে ফিরে এসেছে।'
ওফার এবং কেটিজিওট কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১২৮ জনকে গাজা এবং পশ্চিম তীরে পাঠানো হয়েছে। বাকিদের মুক্তি এবং স্থানান্তরের কাজ স্থানীয় কর্তৃপক্ষের হাতে। এর আওতায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা প্রায় ৭০ বন্দিকে মিশরে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে হামাস। পরে সেখান থেকে তাদের তুরস্ক, কাতার বা অন্য কোনও দেশে পাঠানো হতে পারে।
এদিকে প্রথম ও দ্বিতীয় ধাপে হামাসের হাতে আটক থাকাদের মধ্যে ৭ ইসরাইলি মুক্তি পেলেও তেল আবিবে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বাকি জিম্মিদের আত্মীয়স্বজনরা। সবাই মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই মিশন শেষ হবে না বলে নেতানিয়াহু প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলিরা।
ইসরাইলিদের একজন বলেন, 'আমাদের এই দাবি ও বিক্ষোভ অব্যাহত থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে।'
আরেকজন বলেন, 'আমাদের হৃদয় এখনও পূর্ণ হয়নি। কারণ আমাদের সব জিম্মিরা বাড়িতে ফিরে আসেননি। তারা সবাই না আসা পর্যন্ত আমাদের এই মিশন শেষ হবে না।'
প্রথম পর্যায়ে ৪২দিনে যুদ্ধ বিরতির আওতায় অন্তত ৯০ জিম্মির মধ্যে ৩৩ ইসরাইলিকে ছেড়ে দেয়ার কথা হামাসের। বিপরীতে ইসরাইলকে ছাড়তে হবে প্রায় এক হাজার ৯শ' করাবন্দি ফিলিস্তিনিকে।
গজায় যুদ্ধবিরতি চুক্তি আব্যাহত থাকার মধ্যেই দ্বিতীয় ধাপের বন্দিবিনিময়ের দিন বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় গুলি চালিয়ে অন্তত এক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।
যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নে ইসরাইল দেরি করছে, হামাসের এমন অভিযোগের পর এই হামলা চালায় নেতানিয়াহুর সেনারা।