আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে ৪ নারী বন্দিকে গাড়ি বহরে করে গাজা শহরের প্যালেস্টাইস স্কয়ারে নিয়ে আসে হামাস। তুলে দেয় রেড ক্রসের হাতে।
বন্দি ৪ নারীর গায়ে ছিল ইসরাইলি সেনাদের পোশাক। দ্বিতীয় দফায় এ বন্দিবিনিময় দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ।
যাদের মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জাহাদি ও সাধারণ ফিলিস্তিনিরা।
অপরদিকে দীর্ঘ প্রায় ১৬ মাস পর হামাসের হাত থেকে ইসরাইলি বন্দিরা মুক্ত হওয়ায় খুশির জোয়ার ভাসছে তেল আবিব।