জেনেভা ভিত্তিক সংস্থাটি জানায়, ২০২৫ সালেও অব্যাহত থাকবে বেকারত্ব হার কমার এই গতি। কিন্তু এই সময়টায় কর্মসংস্থান সৃষ্টিও হবে কম।
২০২৬ সালে এ বেকারত্বের হার কমে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশে। কিন্তু অনেক দেশই বেকারত্ব হার কমার এ সুফল ভোগ করতে পারছে না।
তরুণ বেকারত্বের হার এখনও সাড়ে ১২ শতাংশের বেশি। ইউরোপে বেকারত্ব কমলেও আফ্রিকায় বেকারত্ব ৩০ শতাংশের বেশি ছিল।