বিদেশে এখন
0

যুদ্ধ চালাতে আরো ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন

পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আরও ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই তহবিল ব্যয় হবে আকাশ প্রতিরক্ষা, প্রযুক্তি, নৌবাহিনী, বিমান বাহিনী অর আর্টিলারিতে।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে, এমন জল্পনার মধ্যেই এই ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ট্রাম্প।

এমন অবস্থায় উল্টো আরও আগ্রাসী ভূমিকায় যাচ্ছেন পুতিন। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ৫১ হাজার গাইডেড এরিয়েল বোমা ছুড়েছে রাশিয়া।

গেলো ২৪ ঘণ্টায় ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা আর অস্ত্রের গুদামে হামলা করেছে রাশিয়া। এদিকে রুশ সেনাবাহিনী বলছে, ইউক্রেন থেকে ছোড়া হিমার্স রকেট আর ড্রোন ভূপাতিত করেছে তারা।

এএইচ