বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে একাধিক ফ্ল্যাট উপহার পেয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়, মন্ত্রিত্বের কোন বিধি টিউলিপ লঙ্ঘন করেছেন কিনা, সেই বিষয়ে তদন্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইনডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লওরি ম্যাগনাসকে চিঠি দিয়েছেন তিনি।
তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে তদন্ত করবেন লওরি ম্যাগনাস। ৪২ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন।
টিউলিপের বিষয়ে তদন্ত চললেও তার প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।