বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর পর সশস্ত্র গোষ্ঠী হুথিরাও ইসরাইল লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
জাতিসংঘ বলছে, ইয়েমেনে ইসরাইলের এই আগ্রাসন পরিণত হবে ভয়াবহ সংঘাতে। এদিকে, ভয়াবহ বিমান হামলার পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর।
ইসরাইলের হামলার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।