বিদেশে এখন
0

ট্রাম্পকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত এবিসি নিউজ

মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে দেশটির জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজ।

শনিবার(১৪ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যমে প্রকাশিত আদালতের একটি নথি থেকে জানা গেছে, বিখ্যাত লেখিকা জিন ক্যারোলের সাথে ট্রাম্পের যে মামলা চলছিল সে বিষয়ে গেল ১০ মার্চ এবিসি নিউজের এক অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করেন উপস্থাপক জর্জ স্টেফেনোপেলাস।

আকার ইঙ্গিতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। মার্চের ১৯ তারিখ ফ্লোরিডার ডিস্ট্রিক্ট আদালতে এই উপস্থাপকের বিরুদ্ধে বিকৃত সত্য উপস্থাপন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ এনে মামলা করেন ট্রাম্পের আইনজীবীরা।

তবে ক্ষতিপূরণ দেয়ার শর্তে মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে উভয়পক্ষ। এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে কুৎসা রটানোয় শনিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবিসি নিউজ কর্তৃপক্ষ এবং উপস্থাপক জর্জ স্টেফেনোপেলাস।

ইএ