বিদেশে এখন
0

প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউতে ক্রিসমাস লাইট

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন বড়দিন উপলক্ষে ২৪ নভেম্বর থেকেই ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউতে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।

রাস্তার দুই ধারে লাগানো হয়েছে আলো ঝলমলে ক্রিসমাস লাইট। মোট ৪০০টি গাছ এলইডি লাইট দিয়ে জানানো হয়েছে। এর মধ্য ছুটির মরসুম ঘনিয়ে আসার বার্তা পাচ্ছেন ফ্রান্সবাসী।

প্রতিবছরই এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন তারা। ক্রিসমাস উদযাপনের প্যারিসের আগাম এই জাঁকজমক আয়োজন দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। ২০২৫ সালের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রতি রাতেই চ্যাম্পস এলিসিস-এর এই পথচারীদের নজর কাড়ছে।

ইএ