এশিয়া
বিদেশে এখন
0

ট্রাম্পকে কখনই হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনই হত্যার পরিকল্পনা করেনি ইরান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গত বছরের নভেম্বরে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।

একই অভিযোগ এনেছিলেন ট্রাম্প নিজেও। তবে ইরানের দাবি, এ ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা নেই।

এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। এছাড়া মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ঝুঁকি মধ্যে ফেলার বিষয়ে ট্রাম্পকে সতর্কও করেছেন তিনি।

এএম