রাশিয়ান নাইটস অংশ নিয়েছে ৮ বছর পর। এবারের এয়ার শোতে প্রদর্শন করবে সু-থ্রি ফাইভ ফাইভ ফাইটার জেট।
চীন প্রথমবারের মতো প্রদর্শন করবে স্টেলথ ফাইটার জেট জে থ্রি ফাইভ এ। শুক্রবারই এই যুদ্ধবিমান দেখা গেছে ঝুহাইতে।
দেশটির সর্ববৃহৎ বেসামরিক ও সামরিক আকাশযানের এই প্রদর্শনীতে বেইজিং গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের তুলনায় অত্যাধুনিক আকাশ সামরিক ব্যবস্থা গড়ে তোলার।
পাশাপাশি বিমানসহ যেকোনো আকাশযানের ক্ষেত্রে বিদেশি পণ্যে নির্ভরতা কমানোর চেষ্টা করছে বেইজিং।
এই এয়ার'শোতে এবার অংশ নেবে বিশ্বের ৪৭ টি দেশ ও অঞ্চলের ১ হাজারের বেশি প্রতিষ্ঠান। অংশ নিচ্ছে রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব, যুক্তরাষ্ট্র আর ইতালির অনেক প্রতিষ্ঠান।