বিদেশে এখন
0

বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৩

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন।

দেশটির দক্ষিণে শান্তিবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা চালানোয় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে জাতিসংঘ।

এর আগে, ইসরাইল-লেবানন সীমান্তে হামলা পাল্টা হামলা বাড়তে থাকায় অঞ্চলটিকে ১০ হাজারের বেশি শান্তিবাহিনীর সদস্য পাঠায় জাতিসংঘ। এদিকে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল।

শুক্রবার উপত্যকাটির স্কুলসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় ইসরাইলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ১২৩ জন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ছোঁড়া এমকিউ- নাইন মডেলের একটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি।

এএইচ