পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে স্পেনের আবহাওয়া সংস্থা। দেশটির পার্বত্য অঞ্চলগুলোতে ৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে মহাসড়কে গাড়ির ভেতরে আটকা পড়েছে বহু মানুষ। রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। বাসিন্দাদের বাইরে না বের হতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে পানিবন্দী মানুষদের।