বিদেশে এখন
0

প্রেসিডেন্ট নির্বাচন সংশ্লিষ্টতায় এবার মামলার মুখে ইলন মাস্ক

প্রেসিডেন্ট নির্বাচন সংশ্লিষ্টতায় এবার মামলার মুখে পড়লেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। অভিযোগের কাঠগড়ায় তার ভোটারদের জন্য ঘোষিত মিলিয়ন ডলারের স্কিম। তবে, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তার প্রশাসনে রাখবেন ইলন মাস্ককে।

গেল ১৯ অক্টোবর পেনসিলভানিয়ায় প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে রিপাবলিকানদের জন্য ২০ লাখ ভোটের ব্যবস্থা করার ঘোষণা দেন ইলন মাস্ক। বিশেষ করে স্যুইং স্টেটের ভোটারদের ট্রাম্পের দলে ভেড়াতে মিলিয়ন ডলারের নানা লোভনীয় স্কিমও চালু করেন তিনি। এরই মধ্যে রিপাবলিকান শিবিরে সাড়ে ৭ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

পেনসিলভেনিয়ার হাইকোর্টে বাক স্বাধীনতা ও অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার চেয়ে রিপাবলিকানদের করা এক পিটিশনে প্রতি স্বাক্ষরকারীকে ১০০ ডলার করে দেবেন ইলন মাস্ক। সেই সঙ্গে কাউকে রেফার করলেও মিলবে শত ডলার। এখানেই থেমে নেই এই ধনকুবের। নির্বাচনের আগের দিন পর্যন্ত স্যুইং স্টেটগুলোতে প্রতিদিন একজন ভোটারকে লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দেয়ার কাজ শুরু করেন মাস্ক।

এ ঘটনায় ইলন মাস্ক ও তার গঠিত পলিটিক্যাল অ্যাকশন কমিটির বিরুদ্ধে মামলা করেছে ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস। তাদের মতে এটি অবৈধ লটারি স্কিম। মাস্কের এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্‌বান জানানো হয়। এক বিবৃতিতে অ্যাটর্নি অফিস জানায়, নির্বাচন ঘিরে অন্যায্য লেনদেন থেকে জনসাধারণকে মুক্ত রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি একই ইস্যুতে মার্কিন বিচার বিভাগও মাস্ককে সতর্ক করে চিঠি দিয়েছে। তাদের বক্তব্য, মাস্কের লটারি স্কিম প্রতিযোগিতা বেআইনি হতে পারে। নির্বাচনের আগে ভোটারদের অর্থ বা মূল্যবান জিনিস দেয়া ফেডারেল অপরাধের আওতায় পড়ে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন সমাবেশে চষে বেড়াচ্ছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। আসন্ন নির্বাচনকে বাস্তব যুদ্ধ অভিহিত করে রিপাবলিকানদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেন, ‘উপস্থিত সবাইকে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে ভোট দেয়ার আশ্বাস দিতে হবে। এই নির্বাচন একটি বাস্তব যুদ্ধ। বন্ধু, পরিবার-পরিজন সবার ভোট নিশ্চিত করতে হবে। প্রতিটি রাজ্যে রিপাবলিকানদের ভোট দিয়ে রেকর্ড গড়তে চাই।’

এদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসনে বড় ভূমিকা থাকবে ইলন মাস্কের। জর্জিয়ার আটলান্টায় সমর্থকদের উদ্দেশে স্বপ্নের আমেরিকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইলন মাস্ক একজন অবিশ্বাস্য মানুষ। তিনি মার্কিন জনগণের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমেরিকানরা আরও ভালোভাবে বাঁচতে পারবে। কেউ দুর্ভোগে পড়বে না। তিনি যুক্তরাষ্ট্রের জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। মাস্ক রিপাবলিকানদের খুব দৃঢ়ভাবে সমর্থন করে যাচ্ছে।’

৫৩ বছর বয়সী ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর সিইও। ফোর্বসের সবশেষ তথ্য মতে, তার মোট সম্পদের পরিমাণ ২৭৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

ইএ