বিদেশে এখন
0

দেশের জনগণের জন্য ট্রাম্প নিরাপদ নয়: কামালা

কামালা হ্যারিস বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চেয়ে অনিরাপদ হয়ে পড়বে বলে কটাক্ষ করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে দেশের জনগণের জন্য ট্রাম্প নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা। তিনি সাধারণ জনগণকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে প্রচার প্রচারণার মাঠ। শুক্রবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবস্থিত টেক্সাসের অস্টিনে রিপাবলিকানদের আয়োজিত প্রচারণায় কামালা হ্যারিসকে নিয়ে উপহাস করেছেন ডোনাল্ড ট্রাম্প।

কামালা বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চেয়ে অনিরাপদ হয়ে পড়বে বলে কটাক্ষ করেছেন রিপাবলিকান নেতা। তবে সুইং স্টেটগুলোর জরিপে এগিয়ে থাকায় নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ট্রাম্প।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আমরা এই নির্বাচনে জিততে না পারি তাহলে পরের বছর আমাদের ভেনেজুয়েলায় চলে যেতে হবে। কারণ এটি হবে আমাদের দেশের চেয়ে অনেক বেশি নিরাপদ।’

একইদিন টেক্সাসের হিউস্টনে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে বেছে নেয়া উচিত যিনি কথাবার্তায় শালীনতা বজায় রাখেন।

ডোনাল্ড ট্রাম্প জনগণকেও অবজ্ঞা করেন বলেও অভিযোগ তার। এসব করে তিনি দেশকে ছোট করছেন বলেও অভিযোগ কামালার।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেন, ‘আপনারা জানেন তিনি কীভাবে আমাদের দেশকে ছোট করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কথাবার্তায় কোনো শালীনতা নেই। তাই আমি মনে করি, এমন একজনকে প্রেসিডেন্ট হওয়া উচিত যিনি আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার পথে হাঁটবেন। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মতো কেউ নয়, যিনি ক্রমাগতভাবে মার্কিন জনগণকে অবমাননা করছেন।’

হিউস্টনের সমাবেশে কামালা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন সুপারস্টার গায়ক বিয়ন্সে। টেক্সাসের নারীরা কামালা হ্যারিসকে সমর্থন জানাতে ও বিজয় উদযাপন করার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর