বিদেশে এখন
0

দুর্গাপূজার উৎসবে মণ্ডপসজ্জায় কারগিল যুদ্ধের থিম

দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি, প্রতিবেশি ও চিরবৈরি ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়েছিল ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধে। যুদ্ধের ২৫তম বছরে পশ্চিমবঙ্গের কলকাতায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসবে মণ্ডপসজ্জায় ফিরে এসেছে কারগিল যুদ্ধের থিম।

১৯৯৯ সালে কারগিল, দ্রাস, বাটালিক, পুঞ্জ সেক্টরে বেজেছিল যুদ্ধের দামামা। কাশ্মীর সীমান্তে বিপদসংকুল কারগিল উপত্যকায় দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ গিয়েছিল ভারত-পাকিস্তানের কয়েকশ' সেনার। যুদ্ধের ২৫তম বছরে শহীদদের স্মৃতিতে পশ্চিমবঙ্গে দুর্গাপূজার উৎসবে মণ্ডপ সাজানো হয়েছে কারগিল যুদ্ধের থিমে।

অসুররূপী শত্রুদের হাত থেকে কারগিল উপত্যকাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো ভারতের বীর সেনাদের গৌরবান্বিত স্মৃতি কলকাতার টালা এলাকার মণ্ডপজুড়ে। কারগিল যুদ্ধে অসংখ্য শহীদ সেনাদের একজন ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্য এই টালা এলাকারই সন্তান। তিনি টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সক্রিয় সদস্যদেরও একজন ছিলেন। তাই টালা ক্লাব আয়োজিত এ বছরের পূজায় তাকে স্মরণ করা হয়েছে বিশেষভাবে। কণাদ কনায় বিজয় ধ্বজা থিমে সেজেছে পুরো মণ্ডপ।

শহীদদের ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানাতে মণ্ডপে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে তাদের বীরত্বগাঁথা।

ইএ