হ্যারিকেনে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ অর্ধশত মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, হ্যারিকেনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ক্ষতির পরিমান পৌঁছাতে পারে ১১শ কোটি ডলার পর্যন্ত।
৫টি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন ৩২ লাখ বাসিন্দা। বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হেলেন অগ্রসর হচ্ছে টেনেসি ও ওহাইয়োর দিকে। ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টির শঙ্কা থাকায় আকস্মিক বন্যা সতর্কতার আওতায় ১৪টি স্থানের ১১ লাখের বেশি মানুষ।
গেল শুক্রবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হানে স্মরণকালের শক্তিশালী হারিকেন হেলেন।