বিদেশে এখন
0

লেবাননে পেজার বিস্ফোরণ, রাইসির মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য

লেবাননে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণে বহু হতাহাতের পর ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে।

ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার দাবি, ইব্রাহিম রাইসির কাছেও ছিলো এ ধরনের একটি পেজার। হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করেই ইসরাইল জানতে পেরেছিল যে প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। 

আর আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখনই ইসরাইল পেজারটির বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করছেন তিনি। 

এমনকি হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতাও ছিল। তবে চলতি মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। 

এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর