ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার দাবি, ইব্রাহিম রাইসির কাছেও ছিলো এ ধরনের একটি পেজার। হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করেই ইসরাইল জানতে পেরেছিল যে প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন।
আর আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখনই ইসরাইল পেজারটির বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করছেন তিনি।
এমনকি হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতাও ছিল। তবে চলতি মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান।
এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।