জ্বালানি বহনকারী ট্রাকটি যাত্রী ও গবাদি পশু বহনকারী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বোমার মতো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
মরদেহ উদ্ধারের পর তাদের গণদাফন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য মতে, ২০২০ সালেই দেশটিতে দেড় হাজারের বেশি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ।