নাইজেরিয়ায় গবাদিপশু ও যাত্রীবহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর জ্বালানি তেলের ট্যাংকারের একটি ট্রাক বিস্ফোরণে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি জানিয়েছে।