বিদেশে এখন
0

নৌশক্তি শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন কিম জং উন

নৌশক্তি শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি নৌ ঘাঁটি নির্মাণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। সফরের সময় কিম আরও বলেন, 'সবচেয়ে বড় যুদ্ধজাহাজ চালানোর সক্ষমতা বিবেচনায় নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে।'

যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম একটি নৌ বন্দরও তৈরির উপর জোর দিয়েছিলেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, বন্দর রক্ষায় বিমান এবং উপকূলীয়-প্রতিরক্ষা ব্যবস্থায়ও গুরুত্ব দিয়েছেন কিম। এমনকি একটি শিপইয়ার্ড পরিদর্শনের সময় জাহাজ নির্মাণ প্রকল্পে জাতীয় বিনিয়োগ বাড়ানোর নির্দেশও দেন তিনি।

এর মধ্যদিয়ে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর