ঘটনার পর হাসপাতাল সংস্কার করে অপরাধের আলামত ধ্বংসের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।
বিজেপির অভিযোগ, অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারা বলছেন, পুলিশ নির্যাতিতার পরিবারকে ঘুষ দিয়েছিলো ঘটনা ধামাচাপা দিতে।
এদিকে ত্রিণমূল কংগ্রেস বলছে, বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।
এই মামলার শুনানি ৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।