উন্মাদের মতো হাজার হাজার মানুষ, একজন আরেকজনের গায়ে ছুঁড়ছেন টমেটো। টমেটোর সস দিয়েই স্নান সেরে নিচ্ছেন সবাই। স্পেনের বুনোল শহর পরিণত হয়েছে লাল শহরে।
এই উন্মাদনা প্রতিবছরই দেখা যায় স্পেনের এই শহরে। এবার ট্রাক ভরে টমেটো এসেছে ১২০ টন। শহরের মূল সড়কে সাদা পোশাকে উৎসবে অংশ নেয়া উন্মাদনায় সিক্ত সব বয়সী মানুষ একে অন্যের দিকে ছুড়ছেন টমেটো।
ভ্যালেন্সিয়া থেকে ৩৯ কিলোমিটার দূরে ছোট শহর বুনোলে আয়োজিত এ উৎসবে প্রতিবছরই সারাবিশ্ব থেকে অংশ নেয় হাজার হাজার মানুষ। এবারও তার ব্যতিক্রম নয়। এই উৎসব পরিচিতি পায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর একটি হিসেবে।
শুরুটা হয় সেই ১৯৪৫ সালের দিকে। বুনোল শহরের কেন্দ্রীয় চত্বরে স্বনামধন্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজন করা হতো প্যারেডের। একবার প্যারেডে অংশগ্রহণকারীদের মধ্যে মারামারি হলে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় টমেটো। তখন থেকেই টমেটোর এই যুদ্ধ, যা এখন পরিণত হয়েছে স্প্যানিশ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশতে।
তবে কেউ এই উৎসবে টমেটোর ব্যবহারকে খাদ্যের অপচয় বলতে পারবে না। কারণ মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমন টমেটোই ব্যবহার করা হয় লা টমাটিনায়।