বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৩

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে এ হামলায় নিহত হয় অন্তত ৩ জন। আহত অর্ধশতাধিক।

ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, বিমানহামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ'র জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর। সশস্ত্র গোষ্ঠীটির কৌশলগত বিভাগের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ'র ডান হাত ছিলেন তিনি।

যদিও লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ধ্বংসস্তূপ থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ মিলেছে। গেল রোববার (২৮ জুলাই) ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়।

ইসরাইলের অভিযোগ, লেবানন ও মধ্যপ্রাচ্যের জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ। আর লেবাননের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন- স্বাধীন দেশে হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।

ইএ