বিদেশে এখন
0

নাশকতার দু-দিন পর স্বাভাবিক হয়েছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক

উচ্চগতির রেললাইনে নাশকতা চালানোর দু-দিন পর স্বাভাবিক হয়েছে ফ্রান্সে রেল নেটওয়ার্ক। আজ (রোববার, ২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় রেল সংস্থা এসএনসিএফ।

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে দেশটির উচ্চ গতির রেল নেটওয়ার্কে দুর্বৃত্তরা একযোগে বেশ কয়েকটি হামলার পর রেল যোগাযোগে স্থবিরতা নেমে এসেছিল।

এখন সব কিছু স্বাভাবিক হওয়ায় সোমবার থেকে যাত্রীদের আর কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ভ্রমণের নির্ধারিত সময়েও পরিবর্তন আনা হবে না।

নেটওয়ার্কে নিরাপত্তা জোরদারে ২৫০ জন কর্মী এবং ৫০টি নজরদারি ড্রোন ও পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়েছে। শুক্রবার দেশটির উচ্চতর রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় এখনও তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর