বিদেশে এখন
0

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার পথেই আছে: ন্যাটো প্রেসিডেন্ট

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন। বিদায়ী প্রেসিডেন্ট জেনস স্টলটেনবার্গ জানান, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার পথেই আছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'সেনাদের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিতে।' তবে ন্যাটো প্রধানের সমাপ্তি বক্তব্যে ছিল না গাজা ইস্যু।

ইউক্রেনের উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগদান নিয়েই রাশিয়ার সেনা অভিযানের সূত্রপাত। বিদায়ী বক্তব্যে ন্যাটো প্রধান আবারও বললেন, জোটের সদস্যপদ থেকে খুব বেশি দূরে নয় ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তিনদিনের ন্যাটো সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্ট জেনস স্টলটেনবার্গ বলেন, 'আগামী বছর ইউক্রেনকে আরও ৪ হাজার কোটি ইউরোর সামরিক সহায়তা দেয়া হবে।' ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটো জোট সহযোগিতা করে যাবে বলেও আশ্বাস দেন তিনি। স্টলটেনবার্গ বলেন, 'রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতা করছে চীন।'

বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার অভিযানে চীনের ইন্ধন আছে এমন মন্তব্য করেছেন জেনস স্টলটেনবার্গ। অভিযোগ করেছেন, রাশিয়াকে সমর্থন করছে ইরান আর চীন। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। এদিকে উত্তর কোরিয়ার হামলা আতঙ্কে সম্মেলনে দক্ষিণ কোরিয়াকে সামরিক বিমান সরবরাহের চুক্তি করেছে ন্যাটো।

এর আগে ইউক্রেনকে ২২ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা আসে বাইডেন প্রশাসন থেকে। সম্মেলনে বাইডেন বলেন, 'পুতিন সমস্যায় পড়ে গেছেন, কারণ ইউক্রেনে সেনা অভিযানের দুই বছরেও কোন অগ্রগতি নেই।'

ন্যাটো জোটের সহযোগিতার ঘোষণায় সন্তোষ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'এরপরের পদক্ষেপই হবে ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে আমন্ত্রণ।'

তবে তিনি বলেন, 'যতোদিন ইউক্রেনে যুদ্ধ চলবে, ততোদিন কোনোভাবেই ন্যাটোর সদস্যপদ পাওয়া সম্ভব না।' এসময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে ন্যাটোর অনুমতি চান তিনি। যুদ্ধে জিততে হলে সামরিক কার্যক্রমে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে বলেও জানান জেলেনস্কি।

ন্যাটো মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর আগে এটাই শেষ সম্মেলন জেনস স্টলটেনবার্গের। ২০১৪ সাল থেকে ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অক্টোবরে ন্যাটো প্রধানের দায়িত্ব নেবেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুতে। ওয়াশিংটনে ন্যাটো জোটের ৩২ জন নেতার অংশগ্রহণে সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার।

ইএ