এই প্রকল্পের আওতায় ৬ হাজার ৫০০ কোটি ডলার খরচে তৈরি করা হবে ৬০০ বাঙ্কার। যদিও সরকার এখন পর্যন্ত বাঙ্কারের নকশা চূড়ান্ত করেনি। তিনটি ভিন্ন ভিন্ন মডেল যাচাই বাছাই করা হচ্ছে। এস্তোনিয়ার প্রতিরক্ষা বিভাগ এই প্রোটোটাইপগুলোর পরীক্ষা করবে সেপ্টেম্বরে। এগুলোর মধ্যে নিক্ষেপ করা হবে ১৫৫ মিলিমিটারের শেল।
সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি, এই বাঙ্কারগুলো কোথায় স্থাপন করা হবে। তবে স্টেট সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্ট বলছে, এই বাঙ্কার স্থাপনের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন জায়গা খুঁজছে সরকার। তবে বেসরকারি জমির মালিকদের সঙ্গেও আলোচনা করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জানুয়ারিতে বাল্টিক ডিফেন্স লাইন তৈরির কাজ শুরু হয় এস্তোনিয়াতে, এতে যুক্ত হয় লাটভিয়া ও লিথুয়ানিয়া। এস্তোনিয়ার সরকার বলছে, যেকোনো সময় হামলা হতে পারে রাজধানী ভিলনিয়াসে। যে কারণে সামরিক সক্ষমতা জোরদার করছে দেশটি।
ইউরোপসহ ন্যাটো সদস্যভুক্ত অনেক দেশের আশঙ্কা, ইউক্রেন যুদ্ধ শেষ হলে মস্কো হামলা চালাতে পারে মার্কিন সামরিক জোটের আধিপত্য থাকা যেকোনো দেশে। যদিও ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো সদস্য কোনো দেশে রাশিয়ার হামলা পরিকল্পনা নেই বলে দাবি করেছে মস্কো। এগুলোকে গুজব হিসেবেও উল্লেখ করেছে রাশিয়া।