ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, কিয়েভের জন্য এই সামরিক সহায়তা অনুমোদন পাবে শিগগিরই।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ইউক্রেনকে দেয়া হবে ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন পর্যন্ত পশ্চিমাদের দেয়া ৪টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও কিয়েভ বলছে, তাদের প্রয়োজন আরও ২৫টি এই সমরাস্ত্র।
এদিকে, দুই দেশের সংঘাতে ২৪ ঘণ্টায় ইউক্রেনের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া।