বিদেশে এখন
0

গরমে কলকাতায় পর্যটক কমেছে

অত্যাধিক ভ্যাপসা গরমে কলকাতায় পর্যটক কমেছে। নাজেহাল দশা সেখানকার নিম্ন-মধ্যবিত্তদের আয়-রোজগার। তবে গরম থেকে স্বস্তি পেতে শরবত ও কোমল পানীয়'র বিক্রি বেড়েছে।

জলবায়ুর বিরূপ প্রভাবে ভুগছে গোটা বিশ্ব। কোথাও তীব্র গরম, কোথাওবা অতিবৃষ্টিতে বন্যা। কোথাও খরা, আবার কোথাও পাহাড়ধস।

প্রকৃতির ভয়াল এ পরিস্থিতি থেকে রক্ষা পাচ্ছে না প্রতিবেশি ভারতের কলকাতা শহরও। তীব্র গরমে নাভিশ্বাস সেখানকার সাধারণ মানুষের। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া দিনমজুররা।

গরমের কারণে কলকাতায় এ বছর কমেছে পর্যটকের সংখ্যা। ধর্মতলা, নিউমার্কেট, ভিক্টোরিয়া, রেসকোর্স ময়দানসহ বিভিন্ন স্থানে আগের মতো আনাগোনা নেই দর্শনার্থীদের। এতে রোজগারে টান পড়েছে সেখানকার পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের তুলনায় তাদের বিক্রি কমেছে অনেক। তাই লাভের পরিমাণও কম।

তীব্র গরমের হাত থেকে স্বস্তির পেতে অনেকে ছুটছেন শরবত, লাচ্ছি অথবা ঠান্ডা পানীয়র দোকানে। এতে ফুটপাতের ঠান্ডা পানীয়ের দোকানে বিক্রি বেড়েছে বেশ।

এদিকে আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও এর আশপাশে বৃষ্টিপাত হলেও শিগগিরই গরমের হাত থেকে মুক্তি মিলছে না নগরবাসীর।

ইএ