বিদেশে এখন
0

‘পানি বণ্টনে বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির আলোচনা গ্রহণযোগ্য নয়, অনাকাঙ্খিত’

পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে যে পানি ভাগাভাগির আলোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারত ও বাংলাদেশ সরকারের পানি বণ্টন আলোচনা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এ বিষয়ে আপত্তি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন এই তৃণমূল নেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ দেশটির অন্যান্য মিডিয়ায় আজ ( সোমবার, ২৪ জুন) এ খবর প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সেই প্রসঙ্গে আপনাকে লিখছি। মনে হচ্ছে গঙ্গা ও তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে আপনাদের মধ্য়ে।’

তিনি বলেন, ‘রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে পানি বণ্টনের যে আলোচনা করেছে নয়াদিল্লি, তা গ্রহণযোগ্য নয় ও পুরোপুরি অনাকাঙ্খিত।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সঙ্গে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভৌগলিকভাবে এই সম্পর্ক। সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও এই সম্পর্ক। আমি বাংলাদেশের মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি।’ এর পর ছিটমহল বিনিময় চুক্তির কথাও তিনি উল্লেখ করেছেন চিঠিতে।

তিনি লিখেছেন, ‘পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। এটা মানুষের লাইফলাইন। এই সংবেদনশীল বিষয় নিয়ে আমরা আপোস করতে পারি না। এই ধরনের চুক্তি হলে পশ্চিমবঙ্গের মানুষ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

মোদিকে লেখা চিঠিতে এই চিঠিতে তিনি জানান, ১৯৯৬ সালে সাক্ষরিত ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালে। এর আগেই এ ধরনের কোনো চুক্তি নবায়নের আলোচনায় মোদির ওপর ক্ষুব্ধ হয়েছেন মমতা।

তার অভিযোগ, এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়বে।

আসু