রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬ জন নিহত

0

রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনই পুলিশ সদস্য ও একজন অর্থোডক্স পুরোহিত। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, স্থানীয় সময় রোববার ( ২৩ জুন) সন্ধ্যায় ডারবেন্ট শহরের সিনাগগ ও দুটি অর্থোডক্স গির্জা ও মাখাচকালা শহরের পুলিশ পোস্টে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত শোক পালনের ঘোষণা দিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের গভর্নর সের্গেই মেলিকভ। বাতিল করা হয়েছে সব ধরনের বিনোদন অনুষ্ঠান।

এছাড়া পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসতেই তাৎক্ষনিকভাবেই শুরু হয়েছে সন্ত্রাসী হামলার তদন্ত।

ইএ