জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থী, অভিবাসন প্রত্যাশী ও সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অন্তর্ভুক্ত। গত ১২ বছর ধরেই বিশ্বজুড়ে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সংঘাতের কারণে সবচেয়ে বেশি ৯০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন আফ্রিকার দেশ সুদানে।
অন্যদিকে হামাস-ইসরাইল যুদ্ধে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন ১৭ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের শঙ্কা, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন না আসলে ভবিষ্যতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।