দুর্গ নির্মাণের বিপুল অর্থ আত্মসাৎ করেছে ইউক্রেনের আঞ্চলিক সরকার

বিদেশে এখন
0

রাশিয়ার সম্মুখভাগের আক্রমণ ঠেকাতে দুর্গ নির্মাণে বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে ইউক্রেনের আঞ্চলিক সরকার। সংসদীয় তদন্ত কমিটির রুদ্ধদ্বার বৈঠকে এ কথা জানান ইউক্রেনের সাংসদ মিখাইল বনডার।

ইউক্রেনের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, প্রায় ৫০ কোটি ডলার সামরিক সহায়তার অর্থ আত্মসাৎ করেছে খারকিভের আঞ্চলিক সরকার। দুর্গ নির্মাণের জন্য চুক্তি করা হয় ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে।

এর আগে প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। অন্যদিকে দরপত্র আহ্বানের সময় কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অর্থ আত্মসাতের ঘটনায় ৩০টি ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করছে ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থা। খারকিভে দুর্গের অভাবে ইউক্রেনীয় বাহিনী নাস্তানাবুদ হওয়ায় সম্মুখভাগে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা।

ইএ