দেশটির বাঘলান, তাখার, বাদাখসান ও ঘোর প্রদেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৩০ এ পৌঁছেছে। পানি সরবরাহ ব্যাহত হয়েছে হাজার হাজার ঘরবাড়িতে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনও করুণ পরিস্থিতিতে আছে এখানকার মানুষ। ঠিকমতো খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আরও বৃষ্টিপাত ও বন্যা হতে পারে দেশটিতে।