যুদ্ধ
বিদেশে এখন
জেরুজালেমে আল-জাজিরার কার্যালয়ে ইসরাইলের অভিযান
জেরুজালেমে অবস্থিত আল-জাজিরার অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরাইলে সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের পর এই অভিযান চালানো হয়।

এদিকে আল-জাজিরার কাভারেজ ইসরাইলের জারি করা শাটডাউন আদেশ দ্বারা প্রভাবিত হবে না বলে জানিয়েছেন চ্যানেলটির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াদ।

তিনি বলেন, ‘নিরপেক্ষ কাভারেজ অব্যাহত থাকবে। আমরা নিশ্চিত করবো যে, আমরা উভয় পক্ষের রিপোর্ট করবো। যদিও আমরা ইসরাইলের ভেতর থেকে কাভারেজ হারিয়েছি।’

ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াদ আরও বলেন, ‘আমরা সেখানে কাজ করতে সক্ষম নই, তবে আমাদের কাছে সংবাদ সংগ্রহের জন্য অন্য ধরনের পদ্ধতি রয়েছে। আমরা এই যুদ্ধের শুরু থেকে যে উদ্দেশ্যমূলক কাভারেজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’

গত রোববার জারি করা পদক্ষেপের মধ্যে রয়েছে- ইসরাইলে আল-জাজিরার অফিস বন্ধ করা, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করা, ক্যাবল এবং স্যাটেলাইট সংস্থাগুলো থেকে চ্যানেলটি কেটে দেয়া এবং যতক্ষণ যুদ্ধ অব্যাহত থাকে ততক্ষণ এর ওয়েবসাইটগুলো ব্লক করা। এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস এসব সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এছাড়া হামাসের রকেট হামলায় তিন সেনা নিহতের দাবি করে কেরাম শালোম সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল। গাজায় মানবিক সহায়তা প্রবেশের অন্যতম সীমান্ত ছিল এটি।

এওয়াইএইচ