বিদেশে এখন
0

ফিলিস্তিনকে সদস্যপদ দিতে যুক্তরাষ্ট্রের ভেটো

শরণার্থী শিবির রাফায় ইসরাইলের সেনা অভিযান নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বলছে, বিষয়টি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা।

উল্টোদিকে, ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিয়ে বসেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনকে সদস্যপদ দিতে ভোট দিয়েছে ১২ দেশ বিরত ছিল দুই দেশ।

এরমধ্যেই পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতেও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে গাজা উপত্যকায় ইসরাইলি বিমানের হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে।

নিরাপত্তার স্বার্থে নিজ দেশের নাগরিকদের ফিলিস্তিন আর ইসরাইল ছাড়তে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। নিউইয়র্কে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে গ্রেফতার হয়েছেন শতাধিক মানুষ। গাজায় ইসরাইলি সেনা অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার।

ইএ