গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় নিহত ১১

বিদেশে এখন
0

গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এদিকে রাফার শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, এখনও ফিলিস্তিনকে পুরো সদস্যপদ দিতে বাধার মুখে পড়তে হচ্ছে। এদিকে ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে এই সহিংসতার জন্য দায়ী শুধুমাত্র নেতানিয়াহু।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানির দর বাড়তে পারে।