বিদেশে এখন
0

৫০ হাজার মানুষ হাইতির রাজধানী ছেড়েছেন

গত ৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংঘাতের কারণে প্রায় ৫০ হাজার মানুষ হাইতির রাজধানী ছেড়েছেন।

তিন সপ্তাহে পোর্ট অব প্রিন্স থেকে সংঘবদ্ধ সংঘাতের কারণে পালাচ্ছেন নাগরিকরা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, কয়েক মাসে ক্যারিবিয়ান এই দেশ থেকে ১ লাখ ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মূলত সংঘাত আর অনিশ্চয়তার কারণে পালাচ্ছেন মানুষ। ফেব্রুয়ারিতে সন্ত্রাসী গোষ্ঠীরা তৎপর হয়ে পুলিশ স্টেশন, কারাগার, বিমানবন্দর আর সমুদ্রবন্দরে হামলা শুরু করে।

তাদের দাবি, ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। ২০২১ সাল থেকে দেশটিতে কোন প্রেসিডেন্ট ক্ষমতায় নেই।