বিদেশে এখন
0

ইসরাইলকে বিরোধিতার আড়ালে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা, অত্যাধুনিক গোলাবারুদ ও যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তবে অস্ত্র সরবরাহের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ এবং ইসরায়েলি দূতাবাস।

এদিকে গাজা সিটির একটি স্পোর্টস সেন্টারে ইসরাইলি হামলায় প্রাণ গেছে অন্তত ১৫ জন ফিলিস্তিনির। আর খান ইউনিসে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত হয়েছেন ২২ জন।

গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজার ৬শ'র বেশি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ।

চলমান এই সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ মানুষ।

ইএ