বিদেশে এখন
0

সোমালি জলদস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানি উদ্ধার

১২ ঘণ্টার অভিযান শেষে পাকিস্তানি কর্মীসহ আরব সাগর থেকে উদ্ধার করা হয়েছে ইরানের মাছ ধরার নৌকা। ভারতীয় নৌবাহিনী পরিচালিত অভিযানে আত্মসমর্পণে বাধ্য হন ৯ সোমালি জলদস্যু।

এই অভিযানের মধ্য দিয়ে আরও একবার সোমালি জলদস্যুদের সফলভাবে প্রতিহত করলো ভারতের নৌবাহিনী। এবার আরব সাগরে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয় ইরানের মাছ ধরার নৌকা আল-কাম্বার ৭৮৬। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে নৌকার ২৩জন পাকিস্তানি কর্মীকেও।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরে অপহরণের উদ্দেশ্যে নৌকাটিতে উঠে পড়েন ৯জন সশস্ত্র সোমালি জলদস্যু। নৌকাটির অবস্থান ছিল ইয়েমেনের সোকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে। অপহরণের খবরে ঘটনাস্থলে পৌঁছায় ভারতের টহলজাহাজ আইএনএস সুমেধা ও যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল। ১২ ঘণ্টার অভিযান শেষে আত্মসমর্পণে বাধ্য করা হয় জলদস্যুদের।

আরব সাগরে গেল কয়েকমাস ধরে বেড়েছে জলদস্যুদের কার্যক্রম। তবে সমুদ্রপথে যাত্রা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে ভারতের নৌবাহিনী। গেল মাসে প্রায় ৪০ ঘণ্টা অভিযান শেষে আরব সাগর থেকে উদ্ধার করা হয় মাল্টার পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন ও ১৭ কর্মীকে। নৌবাহিনীর হাতে আটক হয় ৩৫ জলদস্যু। এর আগে এডেন উপসাগর থেকে লাইবেরিয়ার একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করে ভারতের নৌবাহিনী।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর