বিদেশে এখন
0

ইউক্রেনের টিকে থাকাই এখন হুমকির মুখে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, রুশ সীমান্তের সুমি অঞ্চলের গ্রামগুলো বোমা হামলায় শেষ করে দিচ্ছে রাশিয়া। এখন পর্যন্ত সুমিতে ২শ'র কাছাকাছি বোমা হামলা করেছে রুশ সেনারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, ইউক্রেনের টিকে থাকাই এখন হুমকির মুখে পড়ে গেছে।

যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের মিত্র দেশগুলোর এখন কিয়েভকে জরুরি ভিত্তিতে সামরিক সহায়তা দেয়া উচিত। ইউক্রেনের জন্য ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি।

ইএ