বিদেশে এখন
0

ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড

আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে আইসল্যান্ড। দেশটির দক্ষিণে আগ্নেয় রেইকানাস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

গেল ডিসেম্বর থেকে এ পর্যন্ত দেশটিতে কোনো আগ্নেয় পর্বতের এটি চতুর্থ উদগীরণ। এবারের অগ্ন্যুৎপাতই সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৬ মার্চ) থেকে পশ্চিম ও দক্ষিণ দিক থেকে লাভার দু'টি স্রোত বইতে শুরু করে। এর মধ্যে দ্বিতীয় স্রোতটি খালি করে দেয়া গ্রিনদাভিক শহরের পূর্ব প্রান্তে পৌঁছেছে।

আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র, নিকটবর্তী ব্লু লেগুন থেকেও বাসিন্দা ও অতিথিদের সরিয়ে নেয়া হয়েছে।

৮শ' বছরের বেশি সময় পর ২০২১ সালে জেগে ওঠে আগ্নেয় রেইকানাস উপদ্বীপ। ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে।

ইএ