খালি পাত্র হাতে দীর্ঘ অপেক্ষা পানির জন্য। গেল কয়েকদিন ধরেই এ দৃশ্য ভারতের হাইটেক শহর ব্যঙ্গালুরুর অলিগলিতে হরহামেশা দেখা যাচ্ছে। আর তাই এবার আন্তর্জাতিক সংবামাধ্যমের শিরোনামে উঠে এসেছে উন্নত এই নগরীর ব্যর্থতার চিত্র। শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম সিএনএন।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ভারতের সিলিকন ভ্যালি খ্যাত এই শহরটিতে ১৪ মিলিয়ন মানুষের বাস। এতো বিপুল সংখ্যক মানুষের জন্য গড়ে প্রতিদিন ৫২৮ মিলিয়ন গ্যালন পানি দরকার। যেখানে গত এক সপ্তাহ নাগাদ চাহিদার অর্ধেক পানিও পাচ্ছে না নগরবাসী।
স্থানীয়রা বলেন, ‘পানি নেই, এটিই মূল সমস্যা। আমরা চাই, দ্রুত পানির সমস্যার সমাধান হোক।’
গত কয়েক দশক ধরেই বেঙ্গালুরুতে বাড়ছে জনসংখ্যার আধিক্য। স্বাভাবিকভাবেই এতো মানুষের জন্য ভবন তৈরি করতে হাজার হাজার গাছ কাটতে হয়েছে। আর এতে সেখানকার মাটি পানি শোষণ ক্ষমতা হারিয়েছে। আর শহরের তাপমাত্রা কয়েকগুণ বেড়েছে।
বেঙ্গালুরুতে চাহিদার প্রায় ৭০ ভাগ পানি আসে দক্ষিণ কর্ণাটকের কাবেরী নদী থেকে। তবে শহরের বর্ধিত অংশের ৪ মিলিয়ন মানুষের জন্য পানি সরবরাহ লাইনের ব্যাপ্তি বাড়েনি। ফলে বিপুলসংখ্যক মানুষকে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হয়।
তবে বেঙ্গালুরুর ডেপুটি চিফ মিনিস্টার ডি. কে শিভ কুমার জানান, সেখানকার ১৬ হাজারের মধ্যে ৭ হাজার নলকূপের পানি শুকিয়ে গেছে। আর এতেই চরম অসুবিধায় পড়েছেন সেখানকার বাসিন্দারা।
শহরে পানির চাহিদা মেটাতে ট্যাংকারের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। যার সরকারি মূল্য ১২শ’ রুপি নির্ধারণ করা হয়েছে। যা নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে।