বিদেশে এখন
0

হুতিদের ২৮ টি ড্রোন ধ্বংস

ইয়েমেন থেকে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ফ্রান্স।

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে গুলি করে এসব ড্রোন ধ্বংস করে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন বাহিনী। তারা বলছেন, ইয়েমেনের উপকূলে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীদের একের পর এক হামলা প্রতিহত করেছে তারা।

মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার (৯ মার্চ) লোহিত সাগরে অন্তত ২৮ টি ড্রোন ভূপাতিত করেছে তারা। যুক্তরাষ্ট্র বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা হুমকির আভাসের পরপরই এই পদক্ষেপ নেয় তারা।

এদিকে, সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা জানায়, একটি বাণিজ্যিক জাহাজ ও বেশ কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে তারা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর