এর আগে তার শেষকৃত্য হয় মস্কোর মারিনোতে। বিক্ষোভ দমনে মোতায়েন করা হয় কয়েকশ’ নিরাপত্তা কর্মী।
তারপরও নাভালনির শতাধিক সমর্থক ও পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রদূত জড়ো হন চার্চের বাইরে। রুশ এ নেতা গেল মাসে কারাবন্দী অবস্থায় মারা যান।
নাভালনি আর্কটিক সার্কেলের পোলার ওল্ফ কলোনিতে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। বরিসভ কবরস্থানে তার দাফনের সময় সমর্থকরা নানা স্লোগান দেন।
তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে হত্যা করেছেন।