বিদেশে এখন
ইরানের তৈরি উপগ্রহ মহাকাশে পাঠালো মস্কো
ইরানের তৈরি একটি গবেষণার কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে রাশিয়া।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানায়, এই স্যাটেলাইট ইরানের পর্বত, পাহাড়, লেক, সমুদ্র, নদী, বাঁধ আর রাস্তা স্ক্যান করে ছবি পাঠাবে।

পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৫শ' কিলোমিটার ওপরে এই স্যাটেলাইটের অবস্থান। রাশিয়ার সয়ুজ রকেটে করে তিন ক্যামেরাবিশিষ্ট ১৩৪ কেজির এই স্যাটেলাইট পাঠানো হয়েছে।

এওয়াইএইচ