দুই বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক নাটকীয়তা দেখেছে বিশ্ববাসী। এবার নতুন করে যোগ হলো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে পাঠানোর ঘটনা। ৪০ হাজারের বেশি সেনার মৃত্যুর কারণে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য বর্হিবিশ্ব থেকে সেনা নিয়োগ শুরু করে মস্কো। তবে এই সুযোগ নিয়েছে দালালরা। মাসে ১২শ’ ডলার বা প্রায় দেড় লাখ টাকার প্রলোভনে অনেক ভারতীয় রুশ বাহিনীতে যোগ দিয়েছেন।
তবে রুশ সেনাদের সহায়ক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন এই ভারতীয়রা। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপ পরিস্কার ও অস্ত্রাগার দেখভালের বিনিময়ে তাদেরকে মাসিক বেতন ও ১ বছর নাগাদ স্থায়ী রুশ নাগরিকত্বের প্রলোভন দেখানো হয়। তবে বাস্তবতা পুরোপুরি উল্টো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।
বাহিনীতে কাজ শুরুর পর কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেলসহ বিভিন্ন সমরাস্ত্র চালানোর তাদের প্রশিক্ষণ দেয়া হয়। বিবিসি’র প্রতিবেদন বলছে, সম্মুখ যুদ্ধে কয়েকজন ভারতীয় নিহত হয়েছেন।
এএফপি এমন ১০০ ভারতীয়র সন্ধান পেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। কেউ আগে কৃষক ছিলেন, কেউ বা ছিলেন বেকার যুবক। প্রশিক্ষণের সময় কিংবা যুদ্ধে আহত হয়ে অনেক ভারতীয় পালিয়ে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যোগ দেয়ার প্রলোভনের ভিডিও। যদিও দালালদের দাবি, সেনাদের সহায়ক হিসেবে কয়েক হাজার স্বদেশীর চাকরির ব্যবস্থা করেছেন তারা।
এমন প্রতারণার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোর সঙ্গে দিল্লির কূটনৈতিক তৎপরতায় ইতোমধ্যে অনেক ভারতীয়কে বাহিনী থেকে প্রত্যাহার করেছে রাশিয়া। তবে শুধু ভারতীয়ই নয়, প্রতারণার কারণে রুশ সেনাবাহিনীতে কয়েক হাজার নেপালি কাজ করছেন। পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, দক্ষিণ এশিয়ার পাশাপাশি দালালদের টার্গেট মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকা।