গাজায় গণহত্যা: জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে মামলা

বিদেশে এখন
0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যায় মদদ দেয়ার অভিযোগে জার্মানির চ্যান্সেলরসহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জার্মান ফেডারেল প্রসিকিউটর বরাবর ফৌজদারি মামলা করেন দেশটির একদল আইনজীবী। এই মামলায় চ্যান্সেলর ওলাফ শলৎস ছাড়াও অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এমনকি অস্ত্র রপ্তানি অনুমোদনকারী জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

গেল মাসে গাজায় গণহত্যা বন্ধে ইসরাইলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও নেতানিয়াহু সরকারকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি। হামাসকে নির্মূলের উদ্দেশ্যে গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।