ভ্রমণ
বিদেশে এখন
0

পর্যটক টানতে আকর্ষণীয় ভিসা নীতি

ভিশন-২০৩০ বাস্তবায়নে নতুন নতুন শহর গড়ে তুলছে সৌদি সরকার। পর্যটকদের আকর্ষণ করতে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

জ্বালানি তেলনির্ভর সৌদি আরবের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণে ২০১৬ সালে ঘোষণা করা হয় ভিশন-২০৩০। যা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। ২০৩০ সাল নাগাদ প্রতিবছর অন্তত ৭ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এজন্য পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ হচ্ছে বিপুল অর্থ।

মরুর দেশ সৌদি আরবে গড়ে উঠছে নতুন নতুন শহর। উচ্চাভিলাসী নিয়মে সিটির কাজ চললেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বলিভার্ড সিটি। ২২০ একরের শহরটিতে ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ বিনোদনের নানা সুবিধা পাওয়া যাচ্ছে। পর্যটকদের আকর্ষণ করতে ভ্রমণ ও ওমরাহ ভিসায় আসা বিদেশিদের সুযোগ দেয়া হয়েছে পুরো দেশ ঘুরে দেখার।

দর্শনার্থীরা বলেন, ‘বিশ্বের সবকিছু আছে এখানে দেখার মতো। সবচেয়ে সুন্দর একটা ট্যুরিস্ট শহর হয়ে উঠছে।’

শুধু নতুন শহর তৈরি নয়, মরুর রাস্তা ও পার্কেও সবুজের সমারোহ রয়েছে। ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আগেই অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে দেশটি।

ইএ